সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবীনগরে অটোরিকশা ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত  

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

নবীনগরে অটোরিকশা ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত  

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত  হয়েছে। 

গত বৃহস্পতিবার রাতে রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির) মো. এন্তাজ মিয়ার ছেলে আরাফাত হাসান (১৬)। 

জানা যায়, রতনপুর থেকে ভাড়ার যাত্রী নামিয়ে দিয়ে অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথে মধ্যে সে ছিনতাইকারীদের কবলে পরলে বিষয়টি তার পিতাকে মুঠোফোনে জানান। 

এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে মুখ গামছা দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে পরিবারের লোকজন খুঁজাখুঁজির করে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পেয়ে নিকটস্থ সলিমগঞ্জ অলিউর রহমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এবিষয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইহসানুল হাসান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরণ করা হয়েছে, লাশ দাফন শেষে আইনগত ব্যবস্থা নিবে বলে তার পরিবার জানিয়েছে।

টিএইচ